-
পরনারী
পরনারী শফিক নহোর পরিবর্তনশীল সম্পর্কের ভেতরেও মনে হয় আরও একটি সম্পর্ক থাকে । পাশের বাসার তুলি ভাবি, দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ──‘ভাই আজ আপনার অফিস নেই?’ মুখে তখন আমি শেভিং ক্রিম লাগিয়ে রেজার দিয়ে এক টান দিয়েছে মুখের বাম পাশে।ওয়ালের গ্লাসে তার চেহারা ঝাপসা দেখা যাচ্ছে । ঠোঁটের কোণায় ‘না’ শব্দটি মোবাইল নেটওয়ার্কের মত আপ-ডাউন করছিল। বলবো না ভাবি,আজ অফিস নেই। ভেতরে আসুন বাহিরে দাঁড়িয়ে কেন?’ ‘কিছু বলবেন কি?’ আমার কণ্ঠের শব্দ পেয়ে বেডরুম থেকে আজরাইল রূপে আমার বউ প্রভা বের হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ──ভাবি আপনি, কখন এলেন। কিছু বলবেন কি?’ ──না তেমন কিছুই না। ‘আপনার…