-
দৃষ্টিকোণ
দৃষ্টিকোণ রকিবুল হাসান কেন আঙ্গুল তুলে তার দিকে দাও ধর্ষিতা বলে ধিক, সে তোমাদেরই কারো লালসার বলি হারা হয়েছে দিক। যদি স্বাধীনতা কালে ধর্ষিতাদের স্বীকৃতি দিতে পারো, ওদেরও তবে জীবন যুদ্ধের বীরাঙ্গনা বলো । কেন সমাজে ওদের ছোট করে ভেবে ঘৃণার চোখে দেখো ? তুমি ধর্ষণ শেষে, নিজে সাধু সেজে ধর্ষিতা বলে ডাকো ! তারে সমাজ থেকে ছিন্ন করেই তুমি হচ্ছো নেতা, এই ধর্ষণ নিপাতে ব্যর্থ প্রধান তবে তুমি ধর্ষিতা । কেন শ্লীলতাহানি মৃত দেহটাকে আবার মারতে চাও, সমবেদনার ছায়াতলে রেখে বাঁচতে ওদের দাও । ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে