• তিতাস-নদীর-পাড়ে
    কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

    তিতাস নদীর পাড়ে

    তিতাস নদীর পাড়ে তাহমিনা খাতুন   তিতাসের পাড়ে কাটায়েছি, খানিক সময় সবটুকু ভাল লাগায় জুড়ালো হৃদয়, আদিগন্ত বিস্তারি সবুজ প্রান্তর ভরিয়া দিল মনটি আমার। অন্তর ছুঁয়েছিল সর্ষে ফুলে ছাওয়া হলুদ মাঠখানি দোলা দিয়াছিল তিতাসের বুক চিরে ছুটে যাওয়া ছোট ছোট তরীগুলি, শ্বেত, শুভ্র ঢেউগুলি আছড়িয়া পড়ে কূলেতে তাহার যেন দেয় হাতছানি! নিয়ে যেতে চায় বুঝি! কোন দূর অজানায়। তিতাসের বুকে ঝাঁপ দেয় গাঙচিল উড়ে যায় পলকে, ঠোঁটে ধরা তার রুপালী কোন মাছ শুভ্র, বাদামী রঙের পাতি হাঁস করিতেছে জল কেলী, কেহ বা সবে সাঙ্গ করি সন্তরন, দিতেছে বুঝি দিবা নিদ্রা পরম পুলকে! আপন পালকে লুকায়ে হলুদ ঠোঁট খানি তার! সাধু…

error: Content is protected !!