-
জলখেলা, দেহের ভাঁজে কতো পথ, নৌকোজীবন, রঙছবি
জলখেলা আদ্যনাথ ঘোষ আমার চোখের নদী জলের নূপুর হয়ে ঢেলে দেয় সবুজ দুপুর চেয়ে থাকে ঘাট থেকে নদী নদী থেকে কষ্ট, প্রেম। এতসব জল খেলা ভিতরে ভাঙন আনে ঋতুর খেলায়। ডুবো জলে ডুবে থাকি নদীর আশায় তবু কেনো প্রেম প্রেম নেশা কার যেন ঘর ভাঙে জলের খেলায়। আর হাঁটু গেড়ে বসে থাকি তোমার ডেরায়। আরও পড়ুন আদ্যনাথ ঘোষের কবিতা- শূন্যের নিক্তিরা যদি তুমি হও কালোরাত্রি হে তরুণ দেহের ভাঁজে কতো পথ দেহের ভাঁজে কতো পথ কতো তার তান কতো তার লয় অনুরাগে ঝরে ঝরে পড়ে। শুকনো পাতা আর ঝরা ফুল মরাঘাট নদী, জ্বালাপোড়া মাঠ গতিহীন, নিথর নীরব। হুহু…