• কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    এক জোড়া আয়ত চোখ

    এক জোড়া আয়ত চোখ ফজলুল হক   কফিনটা খোলা হলো ডুকরে কেঁদে উঠলো টুঙ্গিপাড়ার মাটি! তখনও নেতার শরীর হতে রক্ত ঝরছিলো, যেনো একটি মানচিত্রের ক্ষত-বিক্ষত ব্যবচ্ছেদ! সেদিন দীর্ঘতর হয়েছিলো অপ্রত্যাশিত মৃত্যুর মিছিল, কলংকিত ইতিহাসের রসদ জুগিয়ে লাল-সবুজের পতাকা ঘিরে ক্ষমতালিপসু কিছু শকুনের অকৃতজ্ঞ উল্লাস। একজোড়া নিথর আয়ত চোখ আজও যেনো চেয়ে আছে চেতনার পথজুড়ে, চোখের ভাষায় বলছেন কথা শপথ ভেঙো না কেউ। ছয়চল্লিশের বারান্দায় দাঁড়িয়ে এখনও আঁচড় কাটে মানচিত্রে, স্বাধীনতার শরীর থেকে রক্ত ঝরে থেমে থেমে জঙ্গিবাদ-সন্ত্রাসের কালো থাবায়, এ দায়,এ লজ্জা কী শুধুই সার্বভৌমত্বের! কোথায় স্বাধীনচেতা দেশ প্রেমিকের দল হৃদয়-বিবেক কি জেগে উঠবে না? নেতা কি আর একবার আহ্বান…

error: Content is protected !!