• ইউনিয়ন-মানিকহাট
    কবিতা,  মানিকহাট,  সাহিত্য

    ইউনিয়ন মানিকহাট

    ইউনিয়ন মানিকহাট এ এফ এম মনিরুল ইসলাম তরুন   মানিকহাটে মানিক ভরা, অন্য কোথাও নাই সকল পেশার মানুষ আছে, জনসংখ্যাও বোঝাই। সকল বাড়ির ছেলে-মেয়েরাই করে লেখা পড়া বড় বড় কর্মকর্তা আর ডাক্তার ইঞ্জিনিয়ারে ভরা। শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর, বাজার ঘাটও অধিক স্কুল কলেজ অনেক আছে, মাদ্রাসাও একাধিক। একপাশে পদ্মা নদী, অন্য পাশে বিল গাজনা খাবারে বাহারি বেশ, তরকারিতে খায় ভাজনা। মানিকহাট বড় গ্রাম, স্কুল সেথা দুইটা হাই স্কুলের পাশেই আছে, প্রাইমারি স্কুলটা। গোরস্থানের পাশেই আবার, কওমি মাদ্রাসা সব প্রতিষ্ঠানেই জনগনের, আছে ভালবাসা। উলাটে মাদ্রাসা অনেক বড়, অতি পুরাতন এখান থেকে শিক্ষা নিয়েছে, অনেক গুণীজন। প্রাইমারী স্কুল আর আলিম মাদ্রাসা এলাকার শিক্ষা…

error: Content is protected !!