• আমি-গর্বিত
    কবিতা,  রমজান আলী খাঁন,  সাহিত্য

    আমি গর্বিত, মায়ের দুলাল

    আমি গর্বিত মো. রমজান আলী খাঁন   আমি গর্বিত, আমি বাংলা মায়ের ছেলে, সোনা ঝরানো এমন দেশ কোথাও নাহি মেলে। আমি গর্বিত, আমার জন্ম স্বাধীন বাংলাদেশে, মাকে মা বলে ডাকতে পারি চলি স্বাধীন বেশে। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান, বসন্তে কোকিলের কুহু-কুহু গানে জুড়ায় আমার প্রাণ। আমি গর্বিত,সোনার বাংলায় পেয়েছি স্বাধীনতা, প্রাণ খুলে বলতে পারি বাংলা ভাষায় কথা। আমি গর্বিত,আমার স্বাধীন বেশে বাড়ি, সারা বাংলার সকল প্রান্তে বুক ফুলে চলতে পারি। আমি গর্বিত, দামালের তাজা খুনে এ দেশ কেনা, সোনার বাংলা স্বাধীন বাংলা সারা বিশ্বের চেনা। সুজলা সুফল শস্য-শ্যামলা মায়ায় ভরা দেশ, রূপ লবণ্যে ভরপুর রূপের নেইকো শেষ। সুন্দর…

error: Content is protected !!