-
আমার দুটি হৃৎপিণ্ড, সুখের সন্ধান, একদিন অবশেষে
আমার দুটি হৃৎপিণ্ড পথিক জামান জীবন সায়াহ্নে এসে কতকিছু ভাবি প্রগাঢ় অন্ধকারে একাকী বসে বসে। কী পেলাম কী পেলাম না সে হিসেব মিলাতে পারিনি আজও। ঘুম আসে না আগের মতো, রাত যত গভীর হয় আমার ভাবনাগুলো আরো গভীরে বিচরণ করে অলক্ষ্যে অগোচরে নিশাচর পাখির মতো, তারপর আবার ভোর হয় সূর্য ওঠে, আবার নতুন স্বপ্নবুনি। আমার যে দুটি হৃৎপিণ্ড দুপাশে নড়াচড়া করে একসাথে, মায়া লাগায়,আরো মায়া, ভাবি ওদের অনাগত ভবিষ্যৎ নিয়ে, কী হবে কী হবে না ইত্যাদি ইত্যাদি। ওদের চির মঙ্গল কামনায় শুধু আমার প্রার্থনা যেন দেখে যেতে পারি দুটি উজ্জ্বল মুখের জ্বলজ্বলে হাসি। আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-…