-
কেশবতী প্রিয়ংগনা, আমার কবিতার রাণী
কেশবতী প্রিয়ংগনা পথিক জামান কেশবতী প্রিয়ংগনা, তুমিতো সন্ধ্যাকাশের শুকতারার চেয়েও সুন্দর। তুমি অসীম আকাশে একাকী জেগে থাকা পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল, কিন্তু আমার আকাশতো এখনো ঘোর অন্ধকার। এখানে আর চাঁদ ওঠেনা, তারাও ফোটেনা বহেনা মৃদুমন্দ বাতাস, ডাকেনা বসন্তের কোকিল ফোটেনা লাল কৃষ্ণচূড়ার ফুল ভরা বসন্তেও। বারান্দায় দাঁড়িয়ে এদিক সেদিক চাই, কত লোক আসে কত লোক যায়, শুধু তুমি নাই তাদের ভিড়ে। প্রতীক্ষার প্রহরগুলো হতাশায় শুধু দীর্ঘতরই হয়, আশার আলো ফোটেনা আর এ প্রতীক্ষিত জীবনে আমার! আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা- বারবার ফিরে আসি ঝড়ের পূর্বাভাস ভালোবাসি যারে সুখের সন্ধান আমার কবিতার রাণী কোন এক ফাগুনে তুমি এসেছিলে…