-
শেষ শ্রাবণ
শেষ শ্রাবণ এ কে আজাদ দুলাল নির্ভয় নির্ভীক নির্ভুল নির্ভেজাল সাহসী বংশীবাদক হাতে তার মোহনী বাঁশী মনের গগনে গহনে বাঁজিয়ে তার সুর আড়ালে চোখের ইশারায় বলে মাতৃভূমি তোমায় ডাকে। মেঘের আড়ালে ছিলো মনে হাজার স্বপ্ন অজানা সোনালী ভবিষ্যত তার অপেক্ষায় ঘুমন্ত ছিল হাজার আলো কে জাগাবে কোথায় সেই বংশীবাদক। রবীন্দ্র জীবনান্দ আর নজরুল কার কন্ঠে বাজে তাদের মাতৃভূমির গান মোহনী বাঁশীর সুরে নতুন প্রভাতে সোনালী আলো মাখা অপেক্ষা নতুন সূর্যের আগমনে। ছয়টি গোলাপ করতলে তার বজ্রকন্ঠে তর্জনী আঙ্গুলের ইশারায় ইঙ্গিত দিয়ে যায় ঘুমন্ত বাঙলার শহর জনপদ মাঠ প্রান্তরে একটাই উচ্চারণ – “সোনার বাংলা শ্মশান কেন…
-
রোদ-আঁধার খেলা
রোদ-আঁধার খেলা এ কে আজাদ দুলাল রোদে হেঁটেছি, হেঁটেছি বৃষ্টিতে ঝরা পাতায় সাজানো মাঠেতে নীল আকাশ এখন মনে হয় না আর সবুজ মাঠে ভরে গেছে কালো অন্ধকার। মনের কোনে জেগে উঠে সাহসী যুবকের মুখ তারার আলোয় ভরা ছিল কঠিন তার মুখ বৃষ্টিতে ভেজে ধুর্ত শিয়ালের মত চাহনি ছিলো তার বাজপাখী চোখের মত মলিন হয়নি কখনো তার মুখ বুকে জ্বলতো অগ্নিশিখা হাতে হাতিয়ার শত্রুর বুকে রক্ত ঝরবে পললভূমিতে কঠিন মন্ত্র মন- প্রান জুড়ে ছিল একদা হায়রে অগ্নি ঝরা দিনগুলো এখন কোথায়। মেঘের পর মেঘ সময় বয়ে যায় স্রোতের গতি নিমিষে হারায় পথ কখন যেন দখল হয়ে যায় সোনালী…