-
নিঃশব্দে নীড়ে ফেরা ।। শেষ পর্ব ।। ধারাবাহিক উপন্যাস ।। এ কে আজাদ দুলাল
নিঃশব্দে নীড়ে ফেরা ।। শেষ পর্ব এ কে আজাদ দুলাল রাশিদ নির্বাক। কী করবে এখন। কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে পঞ্চাশ বছর পর। আজ বাবা-মা বেঁচে থাকলে কী করতেন। বাবা-মায়ের অবর্তমানে মেজো ছেলে হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে। আমাদের ধর্মে সন্তান ত্যাজ্য করার কোনো বিধান নেই। তাই বাবা করতে পারেননি। আবার এটাও হতে পারে যতদোষ করুক সে তো ঔরসজাত প্রথম সন্তান। কিন্তু তাদের মধ্যে সম্পর্কে ছেদ পড়ে যায়। কিন্তু তার বড়ো ছেলের প্রাপ্ত সম্পদ হতে বঞ্চিত করে যাননি। তারাই ব্যবহৃত ঘরটি রেখেছেন যদি বড়ো ছেলের কোনো ওয়ারিশ দাবি করে। বড়ো ভাইয়ের ওয়ারিশ ঠিকই এসেছে, কিন্তু সে তো এখনো…