-
নিঃশব্দে নীড়ে ফেরা ।। ১২শ পর্ব ।। ধারাবাহিক উপন্যাস ।। এ কে আজাদ দুলাল
নিঃশব্দে নীড়ে ফেরা ।। ১২শ পর্ব এ কে আজাদ দুলাল বাড়ির অপর ঘরটি রাকাকে দেখানোর জন্য সবাই ঘরটির সামনে এসে দাঁড়ায়। রাকাকে পাশে ডাকা আরিফা। রাকা পাশে দাঁড়ায়। সে কিছু বুঝতে পারছে না তাকে কেন পাশে ডাকা হলো। ঘরটি অন্য সর ঘর হতে একদম আলাদা এবং পুরাতন। এ ঘরটি টিনের চালে তৈরি। আলিফা ঘরের চাবি রাকার হাতে দিয়ে বলল, — তালা খুলে তুমি প্রথমে ঘরের ভেতরে ঢুকবে। তারপর আমরা সবাই। আলিফার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মনিকা মনে মনে নিশ্চিত এটাই রাকার পৈতৃক ভিটা। রাকাকে এরা প্রথম দর্শনে অনুভব করতে পেরেছে; এখন বিষয়টি নিশ্চিত করতে চায়। রাকা আলিফার কথা…