-
নিঃশব্দে নীড়ে ফেরা ।। ১১শ পর্ব ।। ধারাবাহিক উপন্যাস ।। এ কে আজাদ দুলাল
নিঃশব্দে নীড়ে ফেরা ।। ১১শ পর্ব এ কে আজাদ দুলাল ঘড়ির কাঁটায় বারোটা বাজে। মনিকা-রাকা দুজন পুকুর পাড়ে এসে দাঁড়ায়। গোসলের জন্য শানবাঁধানো ঘাট। শ্যাওলা পড়ে ঘাটের সিঁড়িগুলো সবুজ হয়ে গেছে। সম্ভবত এখন আর কেউ এটা ব্যবহার করে না। দুপুরের সূর্যের আলোতে পানি নীল রঙের পরিণত হয়েছে। দু’জন আস্তে আস্তে শেষ সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। — রাকা, বলত পানির রং কী? রাকা একটু গম্ভীর মুখে বলে, — পানির কোনো রং নেই। — তাহলে এই পুকুরের পানির রং নীল দেখাচ্ছে কেন? রাকা চুপ থেকে আকাশের দিকে তাকায়। তারপর হো হো হেসে বলে, — আমাকে বোকা বানানো সহজ নয়। আকাশের নীল রঙের…