শিরোনামহীন, স্মৃতির পাতায়
শিরোনামহীন
(‘আমাদের সুজানগর’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে )
আমি নগন্য
সমবেত গন্যমান্য যোগ্যদের আগমনে,
সবাই অনন্য
অযোগ্য আমি এই বিকশিত কাননে।
করি বিচরণ
পুলকিত মম আনন উপজেলার যত ফুল,
করিতে চয়ন
আসিয়াছি হেথায় নামিক আশরাফুল!
ভালো লাগে তাই
লিখে লিখে যাই বরেণ্য বরণীয় সুধী,
তোমাতেই হারাই
সেখানেই পাই সবাই পরাণের দরদি!
কেউ হাসে
কেউ পিপাসে মূল্যায়নের তুলাদণ্ডে,
কেউ ভালোবাসে
নব রূপায়নের অযাচিত রিমান্ডে!
এই ভাষা বিন্যাস
ঘাসফুলের চাষ শিশিরে মুক্তোর দানা,
এলোকেশী নিবাস
তাণ্ডবে মাতাল দিয়েও হারায় ঠিকানা!
খুঁজি আরবার
দোলায়িত পারাবার মহাশূন্য অটবী,
জোসনায় হাহাকার
প্রেমাঞ্জলি মোর অলকাপুরী পৃথিবী!
মরু মরীচিকা
প্রত্যাশার কুহেলিকা বিরঞ্জিত খামে,
মেকাপ বালিকা
আলেয়ার পটে ধোঁকা দিয়ে যায় প্রেমে!
হায় জীবনের ভুল
যদি হতো ফুল দুখী বলে কি কেউ
হারায়ে কূল
কূলে কূলে কথা না বলিত শত ঢেউ!
হায় কে হয় কবি
ছন্দের বাঁধনে ছবি লিখিয়া কবিতা,
সাম্যের রবি
সমতায় এনে দেয় শান্তির বার্তা
উপজেলা সুজানগর
সৃষ্টির কারিগর এই মহতি সমাবেশে,
প্রিয়তম প্রিয়তর
যাঁরাই আছেন, রইবেন আমাতে মিশে!
সবর্জন মান্যবর
দরবারের মণিকর জনাব ফিরোজ কবির,
শুভাশিষ চিরতর
সকাশে তোমায় সুযোগ্য সূত ধরণীর,
এগিয়ে যাও
সাহসে হাত বাড়াও কণ্টকিত ফুলবাগে,
কীর্তিতে হারাও
হারিয়েও তুমি রহিবে সবার বাগে বাগে!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
রেখে যাই এ হৃদয় আমার
ভালোবাসার প্রতিদান
রয় গোপনে সবার মনে
স্মৃতির পাতায়
(‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের সম্পাদক মো. আলতাব হোসেনকে উৎসর্গকৃত)
হে প্রিয় ভাই
খুঁজে খুঁজে পাই গুণীজন সমাবেশে,
মরমেতে ঠাঁই
ফুলের সুরভী সম নক্ষত্রের আকাশে,
যেথা তারকার ফুল
করে কোলাকুল মিটিমিটি অনির্বাণ,
পতিত সুগন্ধী বকুল
হেসে ওঠে ঘাসফুল নবান্নে কিষাণ;
অগোচরে যা
অবহেলে যা অজ্ঞাত আঁতুড় ঘরে,
সমাদরে তা
আনিয়া ফোটালে সুধীজন দরবারে!
।কে চেনে রতন
কে করে মূল্যায়ন, কে রাখে সমাদরে?
রতনেই রতন
চিনিয়া যতন সাবালক করে আদরে!
তুমিই সে রতন
অবারিত ও নয়ন নির্ঘুম দিবা-নিশি,
করিয়া সুচয়ন
করো সন্ধিতে শোধন প্রদীপ্ত রবি-শশী!
উপজেলা সুজানগর
যাঁহারা তার অন্তর তব পরশে হাসে,
অনাগত যুগান্তর
মহাকালের রথে চিরভাস্বর হয়ে ভাসে!
হাটখালির কীর্তিমান
তুমিই মহীয়ান প্রিয় আলতাব হোসেন,
যোগ্যতার ফরমান
যোগ্যতার আসনে যোগ্যদের রাখেন!
আমি বনফুল
‘আকাশবীণা’ আশরাফুল কাব্য অনুরাগে,
সতত আকুল
সুষম সমতায় সাম্যবাদী বসুধার বাগে!
আরও পড়ুন কবিতা-
স্বদেশ
দয়ার সাগর
সীমানাবিহীন পৃথিবী
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
শিরোনামহীন



