প্রার্থনা
কবিতা,  সাহিত্য

প্রার্থনা, বিচার

প্রার্থনা
মোহাম্মদ রবিউল ইসলাম 

মানুষ আমি শ্রেষ্ঠ আমি
করলে সৃজন সেভাবে তুমি,
তবে কেন এত পিছুটান
শুদ্ধ করে নাও হে মহান।

লাঞ্ছিত আমি বঞ্চিত আমি
মর্যাদা দাও হে।
বিশ্রী  আমি, অপয়া আমি
সুন্দর করো হে।

অহংকারী আমি, দাম্ভিক আমি
নিহংকারী করো হে।
অজ্ঞ আমি, মূর্খ আমি
জ্ঞানী করো হে।

ভীরু আমি, কাপুরুষ আমি
অভয় দাও হে,
নিষ্ঠুর আমি, নির্দয় আমি
দয়া দাও হে।

পাপী আমি তাপী আমি
ক্ষমা কর হে,
অন্যায়ী আমি, অত্যাচারী আমি
ন্যায়ী কর হে।

অসভ্য আমি, বর্বর আমি
সভ্য করো হে,
পথ হারা আমি, বিভ্রান্ত আমি
পথ দেখাও হে।

অসহায় আমি, নিঃসহায় আমি,
সহায় হও হে।
বিপদে আমি পিরিত আমি,
উদ্ধার করো হে।

জ্ঞানী তুমি ক্ষমতাবান তুমি
একটু কৃপা করো  তুমি,
তুমি মহান, তোমার হস্তে ত্রাণ
সকল পিছুটান হতে দাও পরিত্রাণ।

বিচার 

বিদ্রোহী ভাব পোষণ করে
রইব আমি কেমন করে
অত্যাচারী দম্ভ লীলা সহ্য করব কীভাবে?
দেখব কী এসব চেয়ে চেয়ে?

মানুষরূপি পিচাশগুলো ঘুরে বেড়ায় ছদ্মবেশে
টাকা দিয়ে করছে সওদা,
করছে সবাইকে মাতোয়ালা।
যায় কী এসব সহ্য করা,
হব কী ভয়ে আত্মহারা?

না না না তা হয় না
খুলে দেব মুখোশ তাদের বিচার করব নিজ হস্তে।
বিশ্ববাসী দেখুক এসে দাঁড়াব আমি উচ্চ স্বরে।

কাউকে করি না ভয়, না করি সংকোচ
আনুক যতই তারা  শত অভিযোগ।

সমাজে যারা সাধু সেজে লিপ্ত আছে অসৎ কাজে
চুলের ঝুঁটি ধরে তাদের দেখাব আমি বিশ্বলোকে
বিড়ম্বনা সব মুছে ফেলে আনব সমাজে শান্তি ফিরিয়ে।

শান্ত থাকিলে শান্তি হয়
হয় কী সভ্যতার অভ্যদয়?
গাব আমি জয় গান সত্যেরই
হয় তাতে যা কিছু হোক আমারি।

ঘুরে আসুন আমাদের সুজানগর-এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে
প্রার্থনা
Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!