হাটখালী ইউনিয়ন পরিচিতি
হাটখালী ইউনিয়ন পরিচিতি
হাটখালী ইউনিয়ন পাবনা জেলার সুজানগর উপজেলা একটি ইউনিয়ন।
অবস্থান: উত্তর পার্শ্বে বিশাল বিস্তৃত গাজনার বিল, দক্ষিণে নাজিরগঞ্জ ইউনিয়ন, পূর্বে সাগরকান্দি ইউনিয়ন এবং পশ্চিমে মানিকহাট ইউনিয়ন ইউনিয়ন অবস্থিত।
নামকরণ: হাটখালীতে বর্তমানে হাট থাকলেও পূর্বে কোনো হাট ছিল না। এ নতুন গ্রামের বাসিন্দরা পার্শ্ববর্তী রাইপুর, বাদাই, কাদোয়া প্রভৃতি গ্রামের হাট করত। যেহেতু এ গ্রামে কোনো হাট ছিল না সেহেতু তারা পার্শ্ববর্তী গ্রামের লোকদের কাছে ‘হাটখালী’ (হাট নেই) বলে পরিচিতি লাভ করে।
তবে খোলাহাট (পাতখোলা) থেকে হাটখালীর নামকরণ হতে পারে বলে অধিকাংশ লোকজন মনে করেন। ‘খোলা’ বলতে কুমোরদের তৈরি হাড়ি-পাতিল বুঝায়। কুমোররা যেখানে খোলা বিক্রি করে তা খোলাহাট’ বা ‘হাটখোলা’ পরিচিত। এই ‘হাটখোলা’ লোকমুখে ‘হাটখালী’-এ রূপ নিয়েছে।
এক নজরে:
আয়তন: ২৬.৮৫ কিলোমিটর
জনসংখ্যা: নারী ৯১০০ জন। পুরুষ ১১০২৯ জন (জন্মনিবন্ধন রেজিঃ অনুযায়ী)। মোট ২০১২৯ জন। ভোটার সংখ্যা ১০৮৯০ জন। শিক্ষার হার : ৭৫%
গ্রাম: ১৩টি
মৌজা: ১৩টি
কমিউনিটি ক্লিনিক: ২টি
স্বাস্থ্য কেন্দ্র: ২টি উপ স্বাস্থ্য কেন্দ্র আছে
দর্শনীয় স্থান: গাজনার বিল
হাট বাজার: ২টি সরকারী হাট ও ২টি বেসরকারী হাট ও ২টি বেসরকারী বাজার আছে
পাকা রাস্তা: ১৫ কিলোমিটার পাকা রাস্তা আছে
কাঁচা রাস্তা: ২০ কিলোমিটার কাচা রাস্তা আছে
সরকারী প্রাথমিক বিদ্যালয়: ৫টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়: ৪টি
কওমি মাদ্রাসা: ১টি
হাফিজিয়া মাদ্রাসা: ৩টি
এতিম খানা: ৩টি
গ্রামসমূহ:
১। সাগতা
২। শোলাকুড়া
৩। শ্রীপুর
৪। কামালপুর
৫। ঘনশ্যামপুর
৬। হাকিমপুর
৭। নুরুদ্দিনপুর
৮। ভাদরভাগ
৯। সৈয়দপুর
১০। ধুলদী
১১। দুরিয়া
১২। রাঘবপুর
১৩। হাটখালী
হাটখালী ইউনিয়নে সর্বোমোট ৯টি ওয়ার্ড রয়েছে।
ওয়ার্ডগুলো নিম্নরুপ:
ওয়ার্ড নং-১, হাটখালী
ওয়ার্ড নং-২, হাটখালী
ওয়ার্ড নং-৩, ভাদরভাগ, সৈয়দপুর
ওয়ার্ড নং-৪, নুরুদ্দিনপুর, ধুলদি, রাঘবপুর
ওয়ার্ড নং-৫, হাকিমপুর, ঘনশ্যামপুর
ওয়ার্ড নং-৬, কামালপুর, দুরিয়া
ওয়ার্ড নং-৭, সাগতা
ওয়ার্ড নং-৮, শ্রীপুর, শোলাকুড়া
ওয়ার্ড নং-৯, সাগতা
সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ-
১। সাগতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
২। শোলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩। কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪। হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫। হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
১। কামালপুর উচ্চ বিদ্যালয়
২। নুরুদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
৩। ড. জয়নুল আবেদীন বালিকা বিদ্যালয়
ইতিহাস ও ঐতিহ্য:
১। শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ
২। হোড় জমিদার বাড়ি
৩। ভাদরভাগ ভৌমিক পরিবার
৪। মনমোহন জমিদার বাড়ি
৫। ঘোষ জমিদার বাড়ি
প্রেসিডেন্ট ও চেয়ারম্যানগণের নাম, পদবী ও সময়কাল:
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে