স্বপ্ন-ও-স্বাধীনতা
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

স্বপ্ন ও স্বাধীনতা, অস্পৃশ্য স্বপ্ন, বাংলার কৃষক

স্বপ্ন ও স্বাধীনতা

জাহাঙ্গীর পানু

 

আমার স্বপ্ন দেখা স্বাধীনতাকে ঘিরে
অবারিত দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেতে
মৃদু হাওয়ায় দোল খাওয়া
পাখির কলকাকলীতে কেটে যায় ভোর
স্রোতস্বিনী পদ্মার কোল ঘেঁষে
দাঁড়িয়ে দেখা ঢেউ বয়ে যাওয়া
ফাগুনের গাছের ডালে গজানো কচি পাতার
নিঃশব্দে বেড়ে ওঠা,
আনন্দে উদ্বেলিত বিকেলের সবুজ প্রান্তরে
শিশু কিশোরের ছোটাছুটি,
সকালে পূব আকাশে সোনালী রঙে
উদিত হওয়া রুপালী রবি।
পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমলে
শ্রাবণের কুমারী নদী।

আমার স্বপ্ন বুনন স্বাধীনতাকে নিয়ে
ইচ্ছের স্বপ্নেরা যেন থমকে না যায়
পথহারা পাখিদের ভিড়ে,
মানবিক মৌলিক চাহিদা পূরণের জন্য
জীবন যাবে না অন্যের পানে চেয়ে।
নারীর সম্ভ্রম যেন না যায়
অন্যের লালায়িত জিঘাংসা পূরণে।
শোষিত মানুষের হাহাকার যেন আর কখনো
শুনতে না পাই এই জন্মভূমিতে।

আমার স্বপ্ন ঘেরা এমন স্বাধীনতাকে চেয়ে,
যেখানে থাকবেনা কোনো অত্যাচার, অনাচার,
অবিচার, শোষণবিহীন, দূর্নীতিমুক্ত
এক কল্যাণকর সমাজ রাষ্ট্র হবে-
আমাদের ত্যাগের বিনিময়ে।

আরও পড়ুন কবি জাহাঙ্গীর পানুর কবিতা-
শ্বাশত বাণী
বেকারত্ব

 

অস্পৃশ্য স্বপ্ন

হে স্বদেশ ভূমি!
তুমি ভুলে গিয়েছো তোমার গতিপথ
অমানিশার কালো মেঘে আজ আচ্ছন্ন তোমার গগণ
কন্টকাকীর্ণ কাঁটানটে আগাছায় ভরে তোমার আঙিনা।
ভিন্ন মত প্রকাশে অসহনশীল দানবীয় চেহারা ফুটে ওঠে
তোমার মুখাবয়বে
তোমার ভাড়াটে হিংস্রের থাবায় রক্তাক্ত পদ্মা-যমুনার নীল জলরাশি
কিন্তু তুমি ভুলে গিয়েছো-
স্বাধীনতার সঞ্জীবনী গান, স্বাধিকারের চেতনাময় স্লোগান-
“তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। ”
মাতৃভূমির প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ একদল শ্রমজীবী
স্বাধীনচেতা মানুষের রক্তঝরা জীবনের বিনিময়ে
এসেছিলে তুমি এ শ্যামল ভূখণ্ডে।
তবে কি স্বাধীনতা আবারও হবে পরাভূত?
কূটকৌশলী বেনিয়াদের যড়যন্ত্রে।
শ্রমিকের ঘামের প্রতিটি নোনা জলের ফোঁটায় গড়ে ওঠে
তোমার ইচ্ছা অনিচ্ছায় সাজানো অপ্রয়োজনীয় বাগান।
শপথের প্রতিশ্রুতি ভঙ্গের খেলায় মেতে উঠেছো তুমি!
রক্তচোষা হিংস্র পড়শীর হস্তে অর্পিত করেছো আজ
তোমার সহোদরদের ভাগ্যরেখা।
তোমার সিংহাসনের আসীন আজ তাদেরই অনুগত
আজ্ঞাবহ রাজাধিরাজ।
তুমি ভুলে গিয়েছো তোমার ধর্ম, তোমার আত্মপরিচয়
স্বাধীনতার এক মুঠো সোনালী রোদ পোহাতে চাওয়া,
আজ এক অস্পৃশ্য স্বপ্ন।

 

বাংলার কৃষক

জমিতে লাঙ্গল দিয়ে বীজ রোপণ করে
শরীরে অনেক কষ্ট সহে রোদ বৃষ্টি ঝড়ে।

শীতের ভোরে যখন মাঠের কাজে যায়
কনকনে ঠাণ্ডা হাওয়ায় কত কষ্ট পায়।

প্রখর উত্তপ্ত রোদে বৈশাখ জৈষ্ঠ্য মাসে
পরিশ্রান্ত শরীর নিয়ে বেলা শেষে আসে।

পানিতে পচায়ে পাট, আলাদা করে পাটখড়ি
রোদে শুকিয়ে আঁশ, বেধে বাঁশের আড়ানি।

বর্ষার পানিতে দাঁড়িয়ে কাজে সারা দিনভর
জোঁকে খায় রক্ত আর ঘায়ে পচে পায়ের কর।

চৈত্র মাসে মাঠের ফসল তুলতে গিয়ে ঘরে
তৃষ্ণায় ছাতি ফাটে গা ভিজে গরমের তরে।

ধানের আগাছা পরিষ্কার করে দুপায়ে বসে
মাথায় ধানের বোঝা নিয়ে পায়ে হেটে চলে।

তাদের পরিশ্রমে জোটে খাবার আমাদের
এভাবেই জীবন কাটে বাংলার কৃষকের।

আরও পড়ুন কবিতা-
বিষণ্ন বাসন্তী বাংলা
তিতাস নদীর পাড়ে
আকাশে ডানা মেলে
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

স্বপ্ন ও স্বাধীনতা

Facebook Comments Box

কবি জাহাঙ্গীর পানু একজন বহুমাত্রিক লেখক, যাঁর লেখালেখির মধ্যে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই। তিনি যে সময় যেটি প্রাসঙ্গিক মনে করেন এবং যেটি তাঁকে আকৃষ্ট করে, সেই বিষয়েই লেখেন। তাঁর রচনাগুলোর মধ্যে গ্রামীণ জীবনের সৌন্দর্য, সংস্কৃতির বৈচিত্র্য এবং মানুষের অন্তর্নিহিত অনুভূতিগুলো ফুটে ওঠে। এছাড়াও, তিনি নিয়মিত 'আমাদের সুজানগর' ওয়েব ম্যাগাজিনে লেখেন, যেখানে তাঁর বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়। তিনি ১৯৭৭ খ্রিষ্টাব্দে পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের অন্তর্গত উলাট গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!