লাল-সূর্যটা-নাও
কবিতা,  সাহিত্য

লাল সূর্যটা নাও

লাল সূর্যটা নাও
হুমায়ুন কবির

 

সবুজের বুকে লাল সূর্যটা হাতে নিয়ে

নির্বাক দাঁড়িয়ে এক ক্লান্ত পথিক
সমস্ত শরীর ভরে গেছে ব্যর্থতা আর গ্লানির ছাপে।
মনে হয় প্রতিহিংসার আগুন দুচোখে
জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে চায় সব

যেমন রাঙিয়েছিল দুহাত শত্রুর তাজা রক্তে।
প্রশ্নবিদ্ধ মাতৃভূমির কত সুযোগ্য সন্তান
দেখে না অতীত স্বার্থের তাগিদে মাতাল

তবু হয় না বিরত কলংকের কালিমায় করতে স্নান
বজ্রমুষ্টি হাতে ধরে থাকা বস্তুতে উড়ছে পৎ পৎ করে
ছুঁড়ে ফেলে দিবে সূর্যটাকে পুড়িয়ে খাঁটি করে আবার গড়তে
এই মাটিতে যত কুলাঙ্গার সন্তানদের নতুন করবার তরে।
দ্বীপ্ত সুর্যটাকে হাত বাড়িয়ে দিতে কাঁদে পথিক
নীরবে নিভৃতে ঘুমোতে চায় ক্লান্ত শরীর
কেউ দেখে না-
অত:পর এভাবেই বিজয়ের সৈনিক…

 

আরও পড়ুন কবিতা-

প্রার্থনা

রহস্যের সন্ধান

একমুঠো রৌদ্র

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

লাল সূর্যটা নাও

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!