লক ডাউন-৩
লক ডাউন-৩
মোহাম্মদ আব্দুল বাছেত
লক ডাউনের তৃতীয় বেলা
চলছে ইঁদুর- বিড়াল খেলা।
আসলে পুলিশ বন্ধ ঝাঁপ
মাস্ক পড়া সব মুখের মাপ।
সরে গেলেই খোল তালা
চলবে ইঁদুর- বিড়াল খেলা।
বন্ধ যখন সব পরিবহন
কারখানাটি খোলা তখন!
মাইল কয়েক হেঁটে হেঁটে
শ্রমিকের পেটের ক্ষুধা মেটে।
যাদের জন্য জীবিকা আগে
করোনায় তাদের ডর লাগে?
বৃষ্টি ভেজে রোদে পোড়ে
স্বপ্ন যাদের আঁস্তাকুড়ে।
তাদের জন্য লক ডাউন
নিভূ নিভূ যাদের উনুন?
নিত্য যুদ্ধে বেঁচে থাকা
যায় শাষিয়ে ঘরে রাখা?
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box