মারীর প্রেম
মারীর প্রেম
মোহাম্মদ আব্দুল বাসেত
হাঁটাহাঁটি পাশাপাশি
খক করে দিল কাশি
পিলে গেল চমকে!
সংশয়ে পথ চলে
মনে মনে এই বলে
“ভালবাসি যম কে?”
জ্বর ছিল গতকাল
চোখ দুটো লাল লাল
তবুও যে হয় সহ্য
এরমধ্যে ঘ্যাচ করে
ঠাটার মতো জোরেসরে
গোটা দুই হ্যাঁচ্চ্যো!
হাতে রাখা ছিল হাত
খসে গেল তৎক্ষণাৎ
কী বিপদ ভয়ংকর!
বলা নেই কওয়া নেই
হা করলো একটু যেই
হাঁচি – কাশি পরপর!
হাতে হাতে ভালবাসা
হয়েছে তা সর্বনাশা
নিঃশ্বাসে ভরা বিষ
আগে যাক কাশি হাঁচি
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
পরে না হয় প্রেম দিস।
মনে খুব লাগলো ভয়
এক মুহুর্তও দেরি নয়
দিতে হবে ভোঁ দৌড়–
প্রেমট্রেম পড়েই হবে
না করে কে মরেছে কবে-
বলী দেবো প্রাণ মোর?
অতঃপর ক্ষণপর
করে একটু আবদার
বুকে রাখবে মাথাটা!
যেন গলায় দড়ি এঁটে
ঠেলে দিচ্ছে তেকাঠে
করে বলীর পাঁঠা টা?
মনে ডাকে ভগবান
ধরলাম দুই কান
আপাতত প্রেম বাদ।
হতেই হবে সাবধান
নইলে যে যাবে প্রাণ
আর নয় আহ্লাদ।
এই ছিল মোর কপালে
মরতে হবে অকালে –
ভালবেসে মারীতে!
নারী-মারীর কী তফাৎ?
জীবন যাবে অপঘাত
প্রেম থাকুক হাঁড়িতে।
হঠাৎ সে মুচকি হেসে
বললো কাছে সরে এসে
ইচ্ছে করেই কেসেছি –
দেখলাম শুধু পরখ করে
স্বার্থপর এই ভীতুটারে
আমি ভালবেসেছি ?
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে