মানুষ হয়ে উঠা, আলো-আঁধারি
মানুষ হয়ে উঠা
তুমি তারুণ্য দীপ্ত
রুদ্ধ দুয়ার ভেঙে আলোর মশাল জ্বালাতে চাও?
একটু পিছনে তাকাও
দেখতে পাবে ভুল পথে ছড়িয়ে আছে
অমীমাংসিত কিছু বিস্মৃতি।
আরো একটু পিছনে দ্যাখো
সময়ের কৃষ্ণ গহ্বরে
কিছু অনভিপ্রেত অভিজ্ঞতার মৃদু গন্ধ অনুভূত হবে।
ব্যর্থতার এসব ভুল গল্প থেকে নির্ভয়ে বেরিয়ে এসো,
কী দেখতে পাচ্ছো?
চলার পথটা সংকোচিত করা হচ্ছে,
তথাকথিত মানুষরুপী দানবেরা দুর্বলদের
বাকস্বাধীনতা ও অধিকার আকণ্ঠ গ্রাস করছে
জগদ্বাসী অসহায় কাঁদছে;
চাওয়া-পাওয়ার মাঝে নিদারুণ অসন্তুষ্টির হাটবাজার বসেছে
প্রতারিত হচ্ছে ভাবাবেগ
মানচিত্র কে খামছে ধরছে উলঙ্গ সমৃদ্ধ শকুনের দল,
নৈতিকতাকে পরাজিত করবার নির্লিপ্ত খায়েশে
উদ্যমতার পায়ে শিকল পরানোর অপচেষ্টায় তারা প্রমত্ত,
তবুও হতাশায় নিমজ্জিত না হয়ে দৃঢ়তার ছন্দে আলোর সন্ধানে
অন্ধকারের মলাট খোলার চেষ্টা করো-
কর্মতৎপরতা,আত্মবিশ্বাস ও দক্ষতাকে পুঁজি করে
এগিয়ে যাওয়ার সংকল্পে অটুট থাকো,
এবার দেখতে পাবে
তিক্ততার ব্যর্থ স্তুপ থেকে আলোর স্ফুরণ
তোমার দিকে ছুটে আসছে..
তুমিও ছুঁইতে উদ্যত
এর নাম স্বপ্ন পূরণ।
জীবন নিয়ে ভেবেছো কিছু?
মানব-মানবীর প্রেম জীবনের অনুষঙ্গ মাত্র,
এই যে অদম্য চেষ্টা
চড়াই-উৎরাই, টিকে থাকার লড়াই-
এসবের সমন্বিত ফলাফল হলো জীবন।
বেঁচে আছি বলেই নিঃশ্বাসের উপস্থিতি প্রতিক্ষণে অনুভব করি,
এর মানে এই নয়
আমরা মানুষ হয়ে উঠেছি!
আরও পড়ুন ফজলুল হকের কবিতা-
নীল সমীকরণ
শিরোনামহীন সম্পর্ক
আবার অন্ধকার নামে
প্রশ্ন তোমাকে
আলো-আঁধারি
ঠকবাজ প্রতারক
সেও পড়তে চায় না প্রতারণার মিহি জালে।
প্রগতিশীল প্রেমিক মন
দুঠোঁটে উড়ায় প্রতারণার বিষাক্ত ধোঁয়া,
সে চায় মুঠো মুঠো স্বপ্ন নিয়ে
অপেক্ষা করুক কেউ পথের বাঁকে।
প্রতিশ্রুতিহীন আর মন ভাঙা স্বভাবজাত
মিথ্যে প্রতিশ্রুতির তকমা নিয়ে
জনসমুদ্রে ঢেউ তোলে অলিখিত অলীক বয়ানে।
নিজেদের মানুষ ভাবলে ভুল হবে হয়ত
আমরা প্রেমিক বটে!
হরহামেশাই মিথ্যে বললেও
সত্য সন্ধানে কার না ভালোলাগে,
তা যদি হয় নিজের জন্যে-
তাই তো প্রশ্ন জাগে
তিলোত্তমা, এখনো কী ভালোবাসো!
মেঘবৃষ্টি রোদের সুরম্য নিসর্গের দেশে
চলছে ঠকানোর উর্বর চাষাবাদ;
প্রেক্ষাগৃহে রুপালি পর্দার সামনে বসা
আবেগী মানুষের মতো
আমরা কি কেবলই নিরুপায় দর্শক?
আরও পড়ুন কবিতা-
সাগর কন্যা
স্বপ্নবাড়ি
অযাচিত আহমিকা
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
মানুষ হয়ে উঠা