মানবতার-ছায়াতলে
কবিতা,  মো: হাতেম আলী,  সাহিত্য

মানবতার ছায়াতলে, মানুষ সৃষ্টির সেরা জীব, সুখ-সরোবর

মানবতার ছায়াতলে

মো. হাতেম আলী

 

ফেলিস নে মা-
চোখের জল আর মুছে ফেল আঁখি দুটি,
তোর দু’চোখের লোনা জলে ভরেছে সাগর-নদী;
সংস্কারের নাম বেঁচে
খাচ্ছে ওরা ঘাড়ে বসে মরছি তার দহন বিষে!
এখন না মা তাড়াই যদি,
দুঃশাসন ও পাপের ঘোড়া ছুটবে মরূৎ-বোম ভেদী ।

তোর আশিষে-
জাগবে ওমা লাগলে ছোঁয়া দুষ্টু ছেলে,
বিপদ-গামী হয়ে যারা গিয়েছে মা তোকে ভুলে ;
শপথ মা তোর চরণ ছুঁয়ে
শোষণ-পীড়ন,দহন জ্বালা চিরতরে দেবো ধুয়ে।
ঐ দ্যাখো মা চোখ মেলে,
দাগতে কামান আসছে ধেয়ে মুক্তিকামী তোর ছেলে..।।

সাম্প্রদায়িক বিভেদ ভুলে-
আয়রে নবীন দলে দলে মানবতার ছায়াতলে,
ঝাণ্ডা হাতে বুক ফুলিয়ে আয়রে তোরা মশাল জ্বেলে ;
হিন্দু,মুসলিম,বৌদ্ধ খৃস্টান-
আমরা সবাই মানব সন্তান,ক্ষুণ্ণ না হোক কারো বিধান।
ঝরুক বৃষ্টি ধরার বুকে,
মর্তলোকের দুঃখ নাশে, স্বর্গ-সুখ থাক সবার দ্বিলে…।

আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
একমুঠো রৌদ্র
আলো আধার
স্বরুপ চেনা দায়

 

মানুষ সৃষ্টির সেরা জীব

সৃষ্টির সেরা মানুয আমরা সকল ধর্মেই বলে
এই মানষ’ই দানব সাজে স্বার্থ ক্ষুন্ন হলে ;
মুখে’তে নেই দো’আ দরূদ
পূঁজার্চণায় মেকি ছুরত -!
কেউবা এসে বলল কেঁদে জাত গেল জাত বলে
খোঁজ না নিয়েই জাত রক্ষার্তে ছুটছি স্ব-দলবলে।

হেলা ফেলায় দিন চলে যায় খোল রে মনের তালা
সাম্প্রদায়িক ফেৎনা ভুলে জ্ঞানের প্রদীপ জ্বালা ;
হিন্দু, মুসলিম,বৌদ্ধ খৃষ্টান
সকল সৃষ্টির একই বিধান –
আলাদা আজ কাজে কর্মে জপি তসবি মালা
একই অর্থে কেউ বা আাবার সাজায় বরুণ ডালা।

সাদা কালো মানুষ সবার পায়ের তলায় মাটি
মুখের ভাষা প্রকাশ সেতো শুধুই অনুভূতি ;
ভিন্ন ভাষায় ভিন্ন রীতি
তবু থাকুক ভাব-সম্প্রীতি –
রক্ত মাংস একই সবার জীবন-মরণ রীতি
আসুন সবাই বিভেদ ভুলে জাগাই মানব-প্রীতি।

 

সুখ-সরোবর

আদর করে বিনি সুতোয় বেঁধেছি এ ঘর,
সুখেদুখে বসত করবো সারা জীবন ভর ;
ঝড়-তুফান,রোদ বৃষ্টি
করে যদি অনা-সৃষ্টি –
ভালোবাসার পুঁজি দিয়ে দেয়াল দিব তার,
চারিপাশে বইবে সদাই সুখ-সরোবর..!

হারায় যদি চলার পথে না পাওয়া সুখ যতো
ঐ চাঁদমুখ দেখবো সদা দুঃখ পেলেও শতো ;
দুঃখে যদি ভাসেও বুক
নাহি করবো অভিযোগ –
ভালোবেসে অসংকোচে করেছি মাথা নত
বিনিময়ে চাই না কিছুই জীবন হলেও গত..।

নিজ দায়িত্বে দুঃখগুলো নিলেম কাঁধে তুলে
কখনোই না ছিলাম আমি স্রোতের অনুকূলে ;
নিয়ে ভাঙা তরী ছেঁড়া পাল
পারি দিবো জীবনকাল-
আশায় থাকি কর্মফল যে পাবো পরকালে
তরীখানা তাই বয়ে বেড়ায় জীবন নদীর জলে…।

আরও পড়ুন কবিতা-
জগা ও পিসি
কবি ও কবিতা
শিকড়ের আঘাত

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

মানবতার ছায়াতলে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!