বৈরী সময়
বৈরী সময়
মোহাম্মদ আব্দুল বাছেত
রাস্তা ফাঁকা বাজার ফাঁকা
আটকে গেছে গাড়ীর চাকা।
নিত্য দিনের জীবনের ছন্দ
বিদ্যা নিকেতন সবই বন্ধ।
প্যাগোডা গীর্জা মসজিদ মন্দির
মানুষ শুন্য নাই কোনো ভীড়।
মানুষে মানুষে দূর বহুদূর
নিদানে কোথা বন্ধু-বন্ধুর?
মুমূর্ষু সন্তান – কাঁদে জননী
নিয়ত মৃত্যু দিবস রজনী !
স্বজন কোথা পাশে নেই ভ্রাতা
মরে সন্তান কাঁদে পিতা মাতা!
অন্তিমকালে পর হলো সকলে
পৃথিবীটা আজ মারীর দখলে।
বিষাক্ত যেন মোদের চারপাশ
শীতল মৃত্যু নিরবে হা-হুতাশ ।
হাতে হাতে ভয় , শ্বাস-প্রশ্বাসে
আপন স্বজন দূরে অবিশ্বাসে!
শেষ কৃত্যে সকলে তফাতে
হৃদয় বিদীর্ণ শোকে আঘাতে।
অচ্ছ্যুৎ আজি প্রিয় শবদেহ
মায়ার হাতে ছোঁয় নাতো কেহ!
হয়ত করেছি মহাপাপ – ভুল
জীবন দিয়ে তাই গুনছি মাশুল।
ব্যথায় কাতর অমরাবতী
ক্ষমা করো হে বিশ্বপতি।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box