প্রেমে-পদ্য-০১
কবিতা,  রেজাউল করিম শেখ,  সাহিত্য

প্রেমের পদ্য-০১

প্রেমের পদ্য-০১

রেজাউল করিম শেখ

 

এক

বুকের ভেতর একটি নদী খরস্রোতা
গহীন—গহন অন্ধকারে আলোর রেখা
মুক্তো মতো জ্বলছে যেন প্রদীপ শিখা।
অনিন্দিতা!
ঘরটি তোমার পুড়লো ব’লে
ডাকছে লোকে হর—হামেশা!
অনিন্দিতা!

 

দুই

অনিন্দিতা!
হাঁটছি দেখো প্রবলবেগে
ঝরের মতো তোমার দিকে।
বাসছি ভালো আঁধার কালো
তোমার বুকে—
তোমার মুখের প্রেতচ্ছায়া!

শীতল জলে পা ধুয়েছি
সামনে দেখি—
উষ্ণজলের  স্রোতরেখা-
অলখ সাঁইয়ের পথরেখা।
অনিন্দিতা!

 

তিন

নিষিদ্ধ আঁধারের গল্প কে না জানে!
কে বা বলে ওসব গোপন কথা জনে-জনে!
আঁধারের শবচ্ছেদ যারা করেছে বহুবার
বহু কায়ক্লেশে তারাও আজ খড়—কুটো জ্বালায়-
তামাকের ধোঁয়ার মতো উড়ায় জীবন
পোড়ায় নিজ হাড়—গোড়, মাংশ—পেশি।

 

চার

তোমার ওসব রূপের বাহানা ছাড়ো,
কাম কেলিতে ব্যস্ত সময় কাটাও।
জলের তোড়ে ভেসে যাওয়া প্রেমিকার শাড়ি-
এবং শাড়ির মালিকের বে—আব্রু দেহ ছেড়ে উঠে দাঁড়াও!
এসব বললে শকুনের থাবায় ক্ষত—বিক্ষত
তোমার শরীর ধ্বসে পড়বে বার্লিন প্রাচীরের মতো!

বরঞ্চ সময় এখন প্রেমের কাব্য লেখার—
শানিত শব্দে লিখে ফেলো কয়েকটি কাব্য রোমাঞ্চের!

 

পাঁচ

এখন আমার অনেক আছে
স্বামী—সন্তান—ঘর—সংসার,
টিলার উপর বাড়ি আছে
গাড়ি আছে—ঘোড়া আছে
আবাদ করার জমি আছে
লাঙল আছে দক্ষ চাষার!

গোয়াল ভরা গরু আছে
গোলা ভরা ধান আছে,
কৃষক আছে— রাখাল আছে
ইঁদুর আছে বাঁদুড়ও আছে
দরকার হলে খেক শিয়ালও-
—থাকে পিছে।

 

ছয়

মানুষগুলো সব রঙিন ভালো
হর—হামেশা খেলতে পারে
সুযোগ পেলেই নাইতে নামে
আঁধার ঘরের আঁধার কোণে।

রঙহীন, এ সাদাকালো
জীবনটা আর কে চায় বলো?
যার নাইকো আলো!
কেবল কালো—কেবল কালো-
কে চায় বলো?
মানুষগুলো সব রঙিন ভালো!

 

সাত

বৃক্ষ না হয় উপড়ে ফেলো
শিকড় সমেত আছড়ে পড়ুক
চালহীন ঐ ঘরের বুক
কাঁপলে কাঁপুক, কাঁদলে কাঁদুক
পুড়লে পুড়ুক, জ্বললে জ্বলুক
কার কী তাতে?
মানুষগুলো সব মরলে মরুক
কার কী তাতে?
ওরা তো সব হাওয়াই মিঠাই
বাতাস পেলেই মিলিয়ে যাবে!

 

আট

আদিগন্ত!
সাদা প্রান্তর ছুঁয়ে এসে যদি কেউ বলে
অলৌকিক কিছু কিম্বা চলে যেতে বলে
বিজন বনভূমির গহীনে
যেখানে খরস্রোতা নদী—
নদীর মোহনায় জলে জলে কলকল শব্দ তোলে
মোহন প্রেমে ডুবে যেতে চায় উম্মাদিনী রাধিকা
শ্যামের বাঁশরী থামে নির্মেঘ ধ্যানে ও কামে
চলে যাবো—
খেলার পুতুল-হেলার গান সব পেছনে ফেলে
গোয়ালিনীর মতো রাখালের মতো প্রিয় গোয়ালে…

আরও পড়ুন-
প্রেমের পদ্য-০২
প্রেমের পদ্য-০৩
প্রেমের পদ্য-০৪
প্রেমের পদ্য-০৫

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

প্রেমের পদ্য-০১

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!