কবিতা,  মোহাম্মদ আব্দুল বাছেত,  সাহিত্য

 ধূসর শৈশব

ধূসর শৈশব

মোহাম্মদ আব্দুল বাছেত

 

বিদ্যাপীঠে তালাগুলো বহুদিন ঝুলছে

করোনায় আটকানো কিছুতে না খুলছে!

গুরু আর শিষ্যেরা বসতো যেখানে
ধুলোর আস্তরণ আজি পড়ে গেছে সেখানে!
ধূসরিত মুখগুলো ধূসর খাতা বই
শ্মশানের নিস্তব্ধতায় থেমে গেছে হৈচৈ !
বুকে শুধুই হাহাকার যাঁরা দিত শিক্ষা
কচি কচি মুখগুলো কোথা পাবে দীক্ষা?
ঘরের কোনেতে কাঁদে দুরন্ত শৈশব
খেলার মাঠ কতদূর ? দূরে খাতা বই সব !
মাঠ নেই ,পাঠ নেই, দেব শিশু নিঃস্ব
ঘরের কোনেতে লুকায় শত্রু যে অদৃশ্য!
জানালা খুলে দেখে সুদূরের আকাশে
তারাগুলো নিষ্প্রভ চাঁদ খানিও ফ্যাকাশে!
সকাল হারিয়ে গেছে বিকালের সূর্যে
তবে কেন বসে থাকা যেতে হবে দূর যে!
জরা হয়ে মরা নয় – নয় অবরুদ্ধ
নতুন ভোরের তরে আমাদের এ যুদ্ধ।
মাঠ চাই, পাঠ চাই দুরন্ত শৈশব
যুক্তি নয়, মুক্তি দাও- মানবো না পরাভব ।
করোনা খত্ নাও বড়দের -সন্ধির,
আমাদের তরে খুলে দাও শিক্ষার মন্দির।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!