জীবন সায়াহ্নে
অব্যক্ত ভালবাসার প্রকাশ।
আঁজলা ভরে দান করেছে নিঃস্বার্থভাবে,
বিরক্তিকর শৈশব কৈশোরের দুরন্তপনায়
কখনো ত্যক্ত বিরক্ত হয়নি
সাধ্যাতীত অপূর্ণ চাহিদার বায়নাগুলো
কখনো বলেনি, “আমি পারবোনা”
চেষ্টা করেছে নিজের যতটুকু আছে
তারমধ্যে থেকে পূরণের জন্য।
নিজের দু’বাহু প্রসারিত করে রেখেছে
সন্তানের অনাগত ভবিষ্যতের স্বার্থক স্বপ্নে।
প্রখর তপ্ত রৌদ্রের দিনগুলোতে
অশ্বথ বৃক্ষের মতো দিয়েছে ছায়া।
আজ সে জীবন সায়াহ্নে
বার্ধক্যের ভঙ্গুর শারীরিক ও মানসিক দুর্বলতা নিয়ে
ব্যথায় কুকড়ে ওঠে আচমকা।
অবুঝ শিশুর মতো তার অসংলগ্ন কথাবার্তা
জীবন সম্পর্কে নতুন করে আমাকে
আবার ভাবতে শেখায়।
পরাজিত সৈনিকের মতো আত্মসমর্পণের ভঙ্গিতে
হাতে রাখে হাত
করযুগলে খামচে ধরে আমাকে,
বিশাল জীবন সংসারের সফল দায়িত্ব শেষে
আজ সে অবসরে, একাকীত্ব সময় পার করে।
জীবনের শেষপ্রান্তে আজ সে এক পরিশ্রান্ত পথিক।
পরমাত্মার সান্নিধ্যে যাবার প্রতিক্ষায়
নিষ্প্রাণ দিন কাটে বিছানায়
ঘরের করিডোরে বসে অপলক চেয়ে থাকে
অনন্তকাল আসবে কখন
সেই প্রতিক্ষায়।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
জীবন সায়াহ্নে
মো. আলতাব হোসেন
প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।