কলকাকলি, ছলনার ফসল
কলকাকলি
দেখেনি ভুবন
ভাষার রণাঙ্গন কালে কস্মিনে কোথাও,
বাংলার কানন
খুনে রাঙ্গা ভাষা শহিদানের দিকে চাও!
শকুনি মামারা
হায়েনার বেয়ারা কাড়িতে মায়ের ভাষা,
ক্ষিপ্ত মাতোয়ারা
মূর্খতার মুকুটে এলো করিতে সর্বনাশা!
বীরের জাতি
না মেনে বজ্জাতি ভাষার দাবিতে অটল,
বীরত্বে মাতি
জরুরী আইন ভাঙ্গিয়া অবাধ কোলাহল!
বুলেটে ঝাঁঝরা
নির্বোধ পাকেরা করিলো অকুতোভয় বীর,
দেখিলো ধরা
ভাষার তরে বিশ্বে কাহাদের দুর্বিনীত শির!
মায়ের ভাষা
পরম খাসা জন্মসূত্রে ভূমে ভূমে চিরকাল,
পুরায় আশা
কোল থেকে দোলনায় আজীবন উদয়াচল!
সেই অধিকার
অপহরণে আরবার নির্বোধ অপরিণামদর্শী,
ছাড়িয়া হুঙ্কার
গর্জিলে রাজপথে প্রাণ দিলো ভালোবাসি!
সন্তান জননীর
বীর বীরাঙ্গনা ধরণীর যাহাদের তরে দেশ,
সমৃদ্ধ নিয়তির
বিন্ম্র স্যালুট অনন্ত সশ্রদ্ধ ফুলেল সবিশেষ!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
স্মৃতির পাতায়
বেদনার কূলে কূলে
প্রতীক্ষায় আছি
ছলনার ফসল
স্বাপ্নিক জীবন
হয় পরিচালন ভালোবাসাকে ঘিরে,
সাফল্যে আনন
তৃপ্তিতে ভাসে কামনার তীরে তীরে।
পায় ভরসা
জীবনের আশা ফুলে ফলে হয় চাষ,
মেটে পিপাসা
অমৃত সায়রে অবিরল বারোমাস।
কিন্তু ছলনা
অসহ বেদনা বেদনার নীলে নীল,
তপ্ত বিড়ম্বনা
ব্যথিত চিত্ত খুবলে খায় শ্যেন চিল।
ভালোবাসার ফাঁসে
ছলনারা হাসে দিকভ্রান্ত করে জীবন,
অবিশ্বাস্য দোষে
প্রবঞ্চনারা করে বিজয় উদযাপন!
বলে অবেলায়
ভালো বাসায় ভালোবাসা করে লীলা,
পথ চলায়
ভালোবাসিতে হয় নাশিতে মর্মের জ্বালা!
যদি পাও যোগ্য
ছাড়ো অযোগ্য কামনার পুষ্পবাসর,
হয় চির ভোগ্য
রাখিয়া দূরে চির চেনা যত সুন্দর!
দাম্পত্য জীবন
ভালোবাসার ধন কামনা করা ভুল,
তিক্ত স্মরণ
করে দহন অস্ফুট প্রণয়ের ফুল!
ছলনার জালে
শিকার আঁখি জলে অথৈ কষ্টে ভাসে,
সে অন্য কূলে
সুবিজ্ঞতায় প্রাক প্রত্যয় নাশিয়া হাসে!
বলে প্রণয়
মানে বিয়ে নয় মানসিক প্রশান্তির খেয়া,
পরিণয়
না হলেও চিরকাল চৈতি মেঘের দেয়া!
মেঘহীনে বজ্রপাত
পেরেশানে কাটে রাত দিবস সাহারায়,
বিশ্বাস কুপোকাত
নাটমঞ্চে ঘষেটি বেগমের মহড়ায়!
চৌচির ভুবন
চৈতি নয়ন মরীচিকার কাফেলায় ওড়ে,
ছলনার কথন
সবুজে-লাল শ্বেত-পায়রা সন্যাসির ভিড়ে!
আরও পড়ুন কবিতা-
নবতান
আজি বৈশাখ
নীরব অসন্তুষ্টি
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
কলকাকলি