আমাদের সুজানগর
আমাদের সুজানগর
পাবনা জেলার সুজানগর উপজেলার সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের লক্ষ্যে ২০২১ সালে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “আমাদের সুজানগর” প্রতিষ্ঠিত হয়।
এক নজরে আমাদের সুজানগর:
- প্রতিষ্ঠাকাল: ৪ জুন, ২০২১ খ্রিস্টাব্দ
- প্রতিষ্ঠাতা: ইঞ্জিনিয়ার মো. আলতাব হোসেন
- ওয়েবসাইট: www.amadersujanagar.com
- ফেসবুক আইডি: www.facebook.com/amadersujanagar2021
- ফেসবুক গ্রুপ: www.facebook.com/group/amadersujanagar
- ফেসবুক পেইজ: www.facebook.com/info.sujanagar
- ইউটিউব চ্যানেল: www.youtube.com/@amadersujanagar
- ইনস্ট্রাগ্রাম: www.instagram.com/amadersujanagar
- টুইটার: www.twitter.com/AmaderSujanagar
- ই-মেইল: editor.amadersujanagar@gmail.com
লক্ষ্য ও উদ্দেশ্য:
- মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আদর্শিক ঐশ্বর্যে বিকশিত করা; সুস্থির সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করা।
- সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ করা; গুণিজনের জীবনী সংগ্রহ, সম্প্রচার ও সংরক্ষণের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সবার মাঝে তুলে ধরা।
- আর্থ সামাজিক বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করা। তাঁদের যাপিত জীবনের মানোন্নয়ন এবং স্বাস্থসেবা প্রদান।
- শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানবিকবোধসম্পন্ন তরুণ প্রজন্ম সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখা।
উপদেষ্টামণ্ডলী:
- ড. মোহাম্মদ জয়নুল আবেদীন, কৃষি বিজ্ঞানী
- বিমল কুণ্ডু, বীর মুক্তিযোদ্ধা, কবি, কথাসাহিত্যিক ও গবেষক, সাবেক জেলা প্রশাসক ও যুগ্মসচিব
- খলিফা আশরাফ, কবি ও গল্পকার, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা
- এ কে আজাদ দুলাল, কথাসাহিত্যিক
- মোহাম্মদ সেলিমুজ্জামান, কবি, কথাসাহিত্যিক, পরিচালক (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, ঢাকা)
- মোহাম্মদ আব্দুল বাছেত, অধ্যক্ষ, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, সুজানগর
“যারা দেশের কল্যাণ কামনায় নিবেদিত হতে চান, যারা জনমানুষের ভাগ্যোন্নয়নে সম্পৃক্ত থাকতে আগ্রহী, বিপন্ন সমাজ ব্যবস্থা বদলে মানবিক এবং সমৃদ্ধ সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ, আসুন আমরা একই ‘প্লাটফর্মে’ একত্রিত হই। আমরা সম্ভাবনাময় প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করতে চাই, সমাজ হিতৈষী মনোভাবকে উদ্বুদ্ধ করতে চাই, সত্য এবং সুন্দরের মহত্ত্বকে বুকে ধারণ করতে চাই। আমরা পাশে চাই সেইসব আত্মনিবেদিত মানুষকে যারা পরার্থে, দেশের কল্যাণে অনড় প্রত্যয় এবং অঙ্গীকারে নিঃস্বার্থ এবং নিষ্কম্প।”
কার্যক্রম
- শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা।
- শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ।
- সৃষ্টিশীল, সামাজিক মানুষ সৃষ্টির লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মশালা যেমন- বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
- সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান।
- দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান।
- মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
- গুণিজন সম্মাননা পদক প্রদান।
- দুস্থ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা।
- অসহায়-দুস্থদের স্বাবলম্বী করার প্রয়াস গ্রহণ।
- বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ।
- স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী গ্রহণ।
- ভ্রাম্যমাণ পাঠাগার প্রতিষ্ঠা।
- সামাজিক সচেতনতায় বিভিন্ন সভা, সেমিনার আয়োজন।
- প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে সাহিত্য সংকলন প্রকাশ।
- প্রতি বছর একটি বনভোজন, সম্মেলন ইত্যাদি অনুষ্ঠান আয়োজন।
- সংগঠনের ধারা-৭ অনুসারে অন্যান্য কার্য পরিচালনা।
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
Facebook Comments Box