অতল-প্রেম
কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

অতল প্রেম, কবির কথামালা

অতল প্রেম

জিন্নাত আরা রোজী  

 

তোমাকে প্রেম দেবো আঁচল ভরে,
ভালোবাসায় ভরে যাবে জীবনের প্রতিটি মুহূর্ত,
জীবনের অলিগলি ছেয়ে যাবে সুখের নীলিমায়।
দিগন্ত জোড়া নীলাকাশ চেয়ে রবে অপলক,
সোনালী ডানায়, ভর করে রোদ নামবে ঝিকিমিকি।
তোমাকে প্রেম দেবো হৃদয় জমিন উজাড় করে;
তুমি যদি চাও বৃষ্টি হয়ে ভিজাবো মধ্য দুপুরে।
নিয়ে যাবো অতল সাগরে ঢেউ ঠেলে ঠেলে,
সাগরে সেচে মুক্তোর মালা পরিয়ে দেবে আমার গলে;
তোমাকে প্রেম দেবো যতটুকু চাও তার চেয়ে ঢের বেশি।
লজ্জা ঢেকে দুটি হাতে হাত রেখে শপথ নিবো,
তোমাকে প্রেম দেবো হৃদয় চুইয়ে,
নীলিমার মতো শুভ্র স্নিগ্ধ ভালোবাসায় জড়িয়ে রবো মোরা একসাথে।
জীবনের নিশ্চিত প্রহর,
তুমি হবে আমার গৃহের শুকতারা,
এভাবেই সাজাবো আগামীর স্বপ্ন বাসর, সোনালী নীড়।
আমার জীবনের সমস্ত নিঃসঙ্গতা জুড়ে থাকবে তুমি,
তোমাকে প্রেম দেবো অতল ভালোবাসায়, বিনম্র শ্রদ্ধায়
তোমার স্বপ্ন বুকে নিয়ে আরাধনায় কেটে যাবে বাকিটা জীবন।
তোমাকে প্রেম দেবো সব নিন্দুকের বিষাদের বিভেদ ঠেলে,
অভিমানী রাতে মায়াবী জ্যোৎস্নার সাথে বসে রবো নির্জনতা মেখে।
স্বর্গীয় অনুভূতি সারা শরীরে মেখে;
তোমাকে প্রেম দেবো সমস্ত কিছু উজাড় করে… 

আরও পড়ুন কবি জিন্নাত আরা রোজীর কবিতা-
এ কোন পৃথিবী
নীলাম্বরী শাড়ি
সাগরকন্যা

 

কবির কথামালা

কবি তার কবিতা লিখে
ভালোবাসায়, আত্মায়, অনুভবে;
সেখানে কখনো বয়ে বেড়ায় মিতালি
আবার কখনো বিদ্বেষের ছোঁয়া।
ভালোবাসা, বিদ্বেষের ভাবগুলো
প্রতিটি চরণে ছন্দে-ছন্দে ব্যক্ত করে।
মানবের তরে বিলিয়ে দেয়
তাঁর হৃদয়ের গচ্ছিত কথামালা।
দেশ প্রেম, মানব প্রেম, অব্যক্ত ভাষা
কবিতায় তুলে ধরে প্রশান্তির স্বাদ গ্রহণ করে।
কবিতার মাঝেই তাঁর বসবাস অনন্তকাল,
হৃদয় নিংড়ানো ভালোবাসা জানায় কলমের ছোঁয়াতে।
শত শত পুস্প ফোটে হৃদয়ের মাঝে অবিরাম,
তার গন্ধ ছড়িয়ে-ছিটিয়ে যায় প্রতিটি মানব হৃদয়ে,
কবিতার ছন্দ আনন্দ দেয় বইয়ের পাতায় পাতায়।
তাইতো কবি স্বর্গ রচে হৃদয়ের গভীরে,
প্রকাশ করে কথা মালার যাদুতে কবিতার ভাঁজে ভাঁজে।
সেই স্বর্গ সুধার মাঝেই ফোটে আলোকছটা,
শতসহস্র বাণীরূপ নেয় প্রেম পূজায়,
ভাইতো কবি লেখাতেই পায় পরিপূর্ণ তৃপ্তি ।

আরও পড়ুন কবিতা-
দ্বিধা
মরা নদী
রাতের ভূচিত্র

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

অতল প্রেম

Facebook Comments Box

জিন্নাত আরা রোজী মূলত একজন কবি। এ ছাড়াও তিনি গল্প ও ছড়া লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: কবিতায় মনে পড়ে, অভিমান বেঁচে থাক, একমুঠো স্বপ্ন। জিন্নাত আরা রোজী ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের খান পরিবারে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!